উত্তর ত্রিপুরা সফরে এলেন বিহার সিভিল সার্ভিসের ৭১ জন আধিকারিক
ধর্মনগর (ত্রিপুরা), ৭ মে (হি.স.) : বিহারের ৭১ জন সিভিল সার্ভিস আধিকারিকের একটি দল উত্তর ত্রিপুরা জেলা পরিদর্শনে আসেন বুধবার। এদিন সকাল থেকেই জেলা প্রশাসনের তরফে ওই প্রতিনিধিদের স্বাগত ও পরিচয় পর্ব করানো হয়। এদিন জেলার কালাছড়া ব্লক এলাকায় চলে ওই দ
বিহারের আধিকারিক দল


ধর্মনগর (ত্রিপুরা), ৭ মে (হি.স.) : বিহারের ৭১ জন সিভিল সার্ভিস আধিকারিকের একটি দল উত্তর ত্রিপুরা জেলা পরিদর্শনে আসেন বুধবার। এদিন সকাল থেকেই জেলা প্রশাসনের তরফে ওই প্রতিনিধিদের স্বাগত ও পরিচয় পর্ব করানো হয়। এদিন জেলার কালাছড়া ব্লক এলাকায় চলে ওই দলটির সফর।

প্রথমে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে পরিচয় পর্ব শেষে উত্তর হুরুয়ায় টিআরএলএমের তরফে একটি অনুষ্ঠানে ওই দলটিকে নিয়ে যাওয়া হয়।সেখানে অনুষ্ঠান শেষে নদিয়াপুর শনিছড়া ও লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল আনুমানিক সোয়া তিনটা নাগাদ বিহার থেকে আসা সিভিল সার্ভিসের আধিকারিকদের চন্দনের ফোঁটা ও গোলাপ দিয়ে স্বাগত জানানো হয়। তারপর রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করা হয়। পরিবেশন করা হয় নৃত্যও।

পরবর্তীতে শুরু হয় আলোচনা সভা। ওই দলটি ঘুরে দেখেন গোটা গ্রাম। কথা বলেন কালাছড়া ব্লকের বিডিও, গ্রাম প্রধান থেকে শুরু করে স্থানীয়দের সাথেও। এদিকে পৃথক পৃথক অনুষ্ঠানে ওই দলটির সাথে ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, জেলা সভাধিপতি অপর্না নাথ, কালাছড়া ব্লকের বিডিও অমিত চন্দ, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, বিকাশ নাথ, পিন্টু নাথ, সোয়াব আলি লস্কর, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু শর্মা, নদিয়াপুর শনিছড়া গ্রাম প্রধান সহ অন্যান্যরা।

এদিকে জেলা সভাধিপতি অপর্না নাথ জানান, ত্রিপুরা সরকারের কাজকর্ম সরেজমিনে প্রত্যক্ষ করতে সিভিল সার্ভিস দলটির উত্তর জেলা সফর। এদিন শুধু কালাছড়া ব্লক এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, বিহারের ওই আধিকারিকদের দলের সফর ত্রিপুরা ও বিহারের সৌভ্রাতৃত্বতা আরো মজবুত করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande