অপারেশন সিঁদুর’-এর পরে মন্ত্রিসভার বৈঠকে মোদী, তিন বাহিনীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৭ মে (হি.স.): পহেলগামে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জায়গায় হামলা চালিয়ে একাধিক জঙ্গিশিবির গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সেনা। তার পরেই বুধব
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৭ মে (হি.স.): পহেলগামে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জায়গায় হামলা চালিয়ে একাধিক জঙ্গিশিবির গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সেনা। তার পরেই বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই গেলেন রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে। বৃহস্পতিবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সর্বদল বৈঠকও ডেকেছে কেন্দ্রীয় সরকার। সকাল ১১টায় হবে ওই বৈঠক।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর তারিফ করে প্রস্তাব গৃহীত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। সূত্রের খবর, মোদী ওই বৈঠকে বলেছেন, যে যে লক্ষ্যে প্রত্যাঘাত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তার সবটাই সফল ভাবে করতে পেরেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। কোনও ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande