সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র, টুইটে জানালেন কিরেন রিজিজু
নয়াদিল্লি, ৭ মে (হি.স.): অপারেশন সিঁদুরের সফল অপারেশনের পর সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। ৮ মে, বৃহস্পতিবার সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ের কমিটি রুমে বেলা এগারোটা নাগাদ ওই সর্বদলীয় বৈঠক হবে। বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু টুইট করে এমনটাই জা
সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র, টুইটে জানালেন কিরেন রিজিজু


নয়াদিল্লি, ৭ মে (হি.স.): অপারেশন সিঁদুরের সফল অপারেশনের পর সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। ৮ মে, বৃহস্পতিবার সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ের কমিটি রুমে বেলা এগারোটা নাগাদ ওই সর্বদলীয় বৈঠক হবে। বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু টুইট করে এমনটাই জানিয়েছেন।

কংগ্রেস এই সর্বদলীয় বৈঠকে যোগ দেবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, আমরা বৈঠকে যোগ দেবো। রাহুলজি স্পষ্টভাবে বলেছেন, আমরা এতে যোগ দিচ্ছি। তিনি আরও বলেন, এটি দেশের বিষয়। আমরা শুরু থেকেই বলে আসছি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির স্বার্থে তারা যে কোনও বৈঠক ডাকুক, আমাদের প্রতিনিধি তাতে যোগ দেবে এবং তাদের মতামত উপস্থাপন করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande