ভারতের অপারেশন সিঁদুরের জেরে ধস পাক শেয়ারবাজারে
নয়াদিল্লি ও ইসলামাবাদ, ৭ মে (হি.স.): পহেলগামে জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার মধ্য রাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে এই প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। এর প্রভাবে বুধবার ধসে গেল পাকিস্তানের শেয়া
অপারেশন সিঁদুর


নয়াদিল্লি ও ইসলামাবাদ, ৭ মে (হি.স.): পহেলগামে জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার মধ্য রাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে এই প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। এর প্রভাবে বুধবার ধসে গেল পাকিস্তানের শেয়ার বাজার। পাক স্টক এক্সচেঞ্জে এদিন ৬,৫০০ পয়েন্টের পতন হয় ৷ এর জেরে ওই সূচক নেমে আসে ১ লক্ষ ৭ হাজার ৭ পয়েন্টে। ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর ভারত প্রত্যাঘাতের কথা বলতেই পতন হচ্ছিল পাকিস্তানের শেয়ার বাজারে। ২৩ এপ্রিল থেকে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জের সূচকের পতন হয়েছে ১০ হাজারের কাছাকাছি।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ নিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানে ভারত। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা অভিযান চালায়। এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'। মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হানে ভারত। পহেলগামে জঙ্গিহানার জবাবে জঙ্গিঘাঁটি লক্ষ করে প্রবল আক্রমণ হানে ভারতীয় সশস্ত্র বাহিনী। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত হেনেছে ভারত। লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের সন্ত্রাসী ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ৯টি স্থানের মধ্যে রয়েছে বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের সদর দফতর এবং পাকিস্তানের পঞ্জাবের মুরিদকেতে লস্কর-ই-তৈবার সদর দফতর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande