দুর্গাপুর, ৭ মে (হি.স.) : ‘অপারেশন সিঁদুর’–এর সাফল্যে দুর্গাপুর ও পানাগড়ে সনাতনী মহিলারা আলতা-সিঁদুর বিলি করে বিজয় উদ্যাপন করেন।
বুধবার দুর্গাপুরের চণ্ডীদাস বাজার, বেনাচিতি পাঁচমাথা মোড় ও পানাগড় বাজারে সনাতনী সংগঠনগুলির তরফে বিজয় উদ্যাপন শুরু হয়। ব্যান্ড পার্টি, জাতীয় পতাকা নিয়ে মিছিল ও ‘ভারত মাতা কী জয়’ ধ্বনিতে মুখরিত হয় রাস্তাঘাট। পথচলতি মানুষকে মিষ্টি মুখ করানো হয় এবং সনাতনী মহিলাদের হাতে তুলে দেওয়া হয় আলতা ও সিঁদুর।
পানাগড়ে রামনবমী সেবা সমিতির সদস্যরা মোটরবাইক মিছিল করেন। বিকেলে পানাগড় বাজারে সনাতনী মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। সনাতনী মঞ্চের মনীষা শিকদার, অভিজিৎ দত্ত ও রামনবমী সেবা সমিতির রমন শর্মা ও পঙ্কজ জয়সওয়াল বলেন, ২২ এপ্রিল জঙ্গিরা সনাতনী নারীদের সিঁদুর মুছে দিয়েছিল। সেই অপমানের বদলা অপারেশন সিঁদুরের মাধ্যমে নেওয়া হয়েছে। তাই সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে আমরা এই উদ্যাপনের আয়োজন করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা