প্রাচীনকালে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত ছিল : মুখ্যমন্ত্রী
আগরতলা, ৭ মে (হি.স.) : প্রাচীনকালে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত ছিল। বুধবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর, এসসিইআরটি এবং লভ্য ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক সহর্ষ উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর
মুখ্যমন্ত্রী ডাঃ মানি সাহা


আগরতলা, ৭ মে (হি.স.) : প্রাচীনকালে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত ছিল। বুধবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর, এসসিইআরটি এবং লভ্য ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক সহর্ষ উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা নালন্দা ও তক্ষশিলার মতো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আসত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষা ব্যবস্থার এই ঐতিহ্য পুনরুদ্ধারে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, আগের চিরাচরিত পঠন-পাঠন ব্যবস্থায় শিক্ষার্থীদের মধ্যে অনিহা লক্ষ্য করা যেত। ফলে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের ড্রপআউটের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু সহর্ষ কর্মসূচি বাস্তবায়ণের ফলে বর্তমানে বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের উপস্থিতির হার অনেকটাই বেড়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, লভ্য ফাউন্ডেশনের সিইও রিচা গুপ্তা, শিক্ষা অধিকর্তা এন সি শর্মা, এসসিইআরটি'র অধিকর্তা এল দার্লং প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande