জম্মু, ৮ মে (হি.স.): রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ভারতের সীমান্তবর্তী এলাকায়। জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাট-সহ সীমান্তবর্তী শহরে ব্ল্যাকআউট করা হয়েছে। এরইমধ্যে উরি, কুপওয়ারা, তাঙধার এবং কার্নাহ সেক্টরে পাকিস্তান সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করেছে। ভারত যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মুতে। আখনুর, সাম্বার মতো জায়গায় সাইরেন বাজতে থাকে। পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গিয়েছে। সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়েছে এলাকায়। অর্থাৎ, গোটা এলাকার আলো বন্ধ। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাক হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে। জম্মুর পাশাপাশি পঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ