কোডারমা, ৯ মে (হি.স.) : ঝাড়খণ্ডের কোডারমা জেলাতে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হলো দুই যুবকের। জানা গিয়েছে,পূরণানগরে কুয়োয় পড়ে যাওয়া ডিজেল পাম্পসেট তুলতে গিয়ে বাহাদুর রানা (৩০) ও সুরেন্দ্র সাও (৩২)-এর কুয়োর বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হয়।
দু’জনেই বৃহস্পতিবার রাতে কুয়োয় নামেন, দীর্ঘ সময় ধরে না উঠলে স্থানীয়রা তল্লাশি চালিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য