দুর্গাপুর, ৯ মে (হি.স.) : ফের ধসের কবলে খনি অঞ্চল। অন্ডালের খান্দরা পঞ্চায়েতের সিঁদুলি দিঘীরবাগান এলাকায় মাটির নিচে তলিয়ে গেল একটি কুয়োর একাংশ। বৃহস্পতিবার সন্ধ্যারাতে ঘটনাটি ঘটার পর থেকেই আতঙ্কে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কুয়োটি কয়েক মাস আগেও ধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে পঞ্চায়েতের তরফে মেরামত করা হয়। কিন্তু বৃহস্পতিবার ফের ধসের কারণে কুয়োর একাংশ বসে যায়। শুক্রবার এলাকাবাসীরা জানান, বহু মানুষ এই কুয়োর উপরেই পানীয় জলের জন্য নির্ভর করেন। মেরামতির পরও ফের ধসে পড়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। তাঁদের দাবি, কুয়োটি ভরাট করে বিকল্প পানীয় জলের ব্যবস্থা অথবা নতুন কুয়ো খনন করা হোক।
প্রসঙ্গত, এর আগেও এমন ঘটনা ঘটেছে। গত বছরের ৯ নভেম্বর একই কুয়ো ধসে পড়েছিল। তার আগে ২৫ সেপ্টেম্বর অন্ডালের মুকুন্দপুর গ্রামের বাউরিপাড়া এলাকায় একটি মাত্র কুয়ো মাটির তলায় তলিয়ে যায়। একইভাবে ২৭ অক্টোবর পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের বড়থান পাড়ায় ধস নেমেছিল অভিজিৎ রায় চৌধুরীর বাড়ির উঠোনে, যেখানে একটি কুয়ো ছিল। শুক্রবার সকাল পর্যন্ত এই বিষয়ে ইসিএলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা