আন্তর্জাতিক সীমান্তে চলমান সংবেদনশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আড়ম্বরপূর্ণ বৰ্ষপূৰ্তি অনুষ্ঠান পালন না করার সিদ্ধান্ত প্রদেশ বিজেপির
গুয়াহাটি, ৯ মে (হি.স.) : ড. হিমন্তবিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন অসম সরকারের চতুৰ্থ বৰ্ষপূৰ্তিতে অভিনন্দন জ্ঞাপন করেছে প্রদেশ বিজেপি। সরকারের কাজকর্মকে মহীয়ান করেছে সেবা ও সমৰ্পণের সংকল্প, বলেছেন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া।
আজ শুক্রবার এক প্রেস বিবৃতিতে বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া বলেছে, ‘অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের সফল, দীপ্ত এবং পরিবৰ্তনের বার্তা বহন করে চার বছর সম্পূৰ্ণ করেছে। সেজন্য মুখ্যমন্ত্ৰীকে আন্তিক অভিনন্দন জানাচ্ছি। অসমের ৬৫ লক্ষের বেশি বিজেপি কাৰ্যকৰ্তার পক্ষ থেকে মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মার দূরদৰ্শী নেতৃত্ব এবং রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি অবিরত উৎসৰ্গিত মনোভাবের জন্য গভীৰ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বিবৃতিতে প্রদেশ সভাপতি শইকিয়া বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্ৰী শ্রী নরেন্দ্ৰ মোদীর আশীৰ্বাদ এবং দিগদৰ্শনে অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা অসমের জনতার আশা-আকাঙ্ক্ষাকে বাস্তব রূপদানে সক্ষম হয়েছেন। সরকারের শাসনপদ্ধতি আজ বিকাশমুখী, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ প্ৰশাসনের উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি বলেন, ‘‘গত চার বছরে অসমের বিভিন্ন ক্ষেত্ৰে পরিকাঠামো নিৰ্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, মহিলা সবলীকরণ, অৰ্থনৈতিক বিকাশ প্রভৃতি চমকপ্রদ অগ্ৰগতি সাধন করতে সক্ষম হয়েছে সরকার। এ সব সাফল্য ‘সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস এবং সব কা প্রয়াস’-এর মূলমন্ত্ৰ সুদৃঢ় প্ৰতিফলন।’’
‘এ সব প্ৰাপ্তির মূলে অসমবাসীর অটুট আশীৰ্বাদ, ভালোবাসা, সমৰ্থন এবং সহযোগিতা। জনতার এই ভালোবাসা এবং বিশ্বাসই সরকারের ভিত মজবুত করে বিজেপিকে আরও বেশি উৎসাহ এবং দায়িত্বের সঙ্গে সেবা প্রদান করতে উৎসাহিত করছে।’
আন্তর্জাতিক সীমান্তে চলমান সংবেদনশীল পরিস্থিতি প্রতি গভীর অনুভূতি প্রকাশ করে দেশের বীর জওয়ানদের অতুলনীয় বলিদানকে আন্তরিক শ্ৰদ্ধা জানিয়ে অসম বিজেপি আড়ম্বরপূর্ণ বৰ্ষপূৰ্তি অনুষ্ঠান পালন না করার সিদ্ধান্ত গ্ৰহণ করেছে। দেশের সুরক্ষার অটল প্ৰতিশ্ৰুতি বহনকারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে এখন ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর সময়, বলেছেন সভাপতি দিলীপ শইকিয়া।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস