বাঁকুড়া, ৯ মে (হি.স.) : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে নানা অনুষ্ঠানে শ্রদ্ধা জানাল বাঁকুড়া। জেলা শাসকের বাসভবন ‘হিল হাউস’-এ কবির মূর্তিতে মাল্যদান করেন প্রশাসন ও বিশিষ্টজনেরা। ১৯৪০ সালের ১ মার্চ অসুস্থ অবস্থায় কবি এসেছিলেন এই হিল হাউসে। তাঁর স্মৃতিতে এদিন বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতর , বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান আয়োজন করে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডস-এর উদ্যোগে মাকুড়গ্রামে পরিবেশ কেন্দ্রিক উৎসব হয়। শ্রদ্ধা নিবেদনে শহরজুড়ে কবিতা, গান, নাচে মুখর ছিল কবিগুরুর স্মরণ।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট