নয়াদিল্লি, ৯ মে (হি.স.) : অলিম্পিক পদক জয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ২৪ জুন চেক প্রজাতন্ত্র শহরে অস্ট্রাভা গোল্ডেন স্পাইক ২০২৫ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নেবেন। টোকিও অলিম্পিকের স্বর্ণপদকজয়ী এই খেলোয়াড়ের ২০২৩ এবং ২০২৪ সালের টুর্নামেন্টে অংশগ্রহণের কথা ছিল কিন্তু দুবারই আঘাতের কারণে তিনি প্রতিযোগিতা থেকে সরে আসেন।
তবে, গত বছর তিনি দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বার্ষিক অ্যাথলেটিক্স ইভেন্টের বিশেষ অতিথি হিসেবে অস্ট্রাভাতে ছিলেন। এই টুর্নামেন্টে চোপড়া তার কিংবদন্তি নতুন কোচ জান জেলেজনির হোম টার্ফে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নীরজ চোপড়া বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমি এই বছর অস্ট্রাভাতে গোল্ডেন স্পাইক প্রতিযোগিতায় অংশ নেব। এটি একটি কিংবদন্তি দৌড় এবং এই বছরটি ব্যতিক্রমী হবে। আমার কোচ জান জেলেজনি কেবল সেখানে অনেকবার জিতেছেন না, পুরো ইভেন্টের পরিচালক হিসেবেও কাজ করছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি