স্বাধীনতার পর প্রথম পিচের রাস্তা নির্মাণ হচ্ছে কাঁকড়াবনে
উদয়পুর (ত্রিপুরা), ৯ মে (হি.স.) : গোমতী জেলার উদয়পুরের গর্জির তুলামুড়া বাজার হয়ে এমটি কলোনি রাস্তা স্বাধীনতার পর এই প্রথম নতুনভাবে তৈরীর জন্য বর্তমান ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে। এই রাস্তা দিয়ে আজ পর্যন্ত চার চাকার গাড়ি যাতায়াত করতে পারেনি।
রাস্তা সংস্কার


উদয়পুর (ত্রিপুরা), ৯ মে (হি.স.) : গোমতী জেলার উদয়পুরের গর্জির তুলামুড়া বাজার হয়ে এমটি কলোনি রাস্তা স্বাধীনতার পর এই প্রথম নতুনভাবে তৈরীর জন্য বর্তমান ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে।

এই রাস্তা দিয়ে আজ পর্যন্ত চার চাকার গাড়ি যাতায়াত করতে পারেনি। এমনকি বাইসাইকেল দিয়ে যাতায়াত করা ছিল কষ্টসাধ্য। বহুবার রাস্তা সংস্কার করার জন্য সরকারের কাছে দাবি জানালেও কেউ কর্নপাত করেনি। স্বাধীনতার পর বহু রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও এই এলাকার জনগণের ভাগ্য ফিরেনি।

অবশেষে এই রাস্তা নির্মাণের জন্য বর্তমান সরকার কাঁকড়াবন পূর্ত দপ্তরকে দায়িত্ব। বিজেপি ক্ষমতায় আসার পর এই মেঠো পথ বদলে গেছে। পিচ ঢালা পথ তৈরি করার কাজ শুরু হয়েছে। কাঁকড়াবন পূর্ত দপ্তরের এসডিও পার্থপ্রতিম দেবনাথ জানান, এই রাস্তাটি প্রায় চার কিলোমিটার। রাস্তা সংস্কারের পাশাপাশি নতুনভাবে ড্রেইনও হবে। এই কাজের জন্য বরাদ্দ হয়েছে ৮ কোটি ৭২ লক্ষ টাকা। ৪৫০ দিনের মধ্যে এই রাস্তার কাজ শেষ করার সময় ধার্য করা হয়েছে।

কাঁকড়াবন পূর্ত দপ্তরের এসডিও পার্থপ্রতিম দেবনাথ জানান, ইতিমধ্যে ৪০ শতাংশ কাজ প্রায় শেষের পথে। নির্ধারিত সময়ের আগে কাজটি শেষ হবে বলে তিনি আশাবাদী। গত ২৫ জানুয়ারি রাস্তার কাজ শুরু হয়েছে। এই রাস্তাটি নির্মাণ হলে তুলামুড়া, পূর্ব তুলামুড়া ও ধুপতলী এলাকার প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande