যুদ্ধের আবহে রাজ্য বিধানসভার নিরাপত্তায় বিশেষ নজর
কলকাতা, ৯ মে (হি.স.): ভারত-পাক যুদ্ধের আবহে এবার রাজ্য বিধানসভার নিরাপত্তায় বিশেষ নজর। বাতিল করা হয়েছে কর্মীদের ছুটি, জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আশ্বস্ত করে তিনি বলেন, “অযথা আতঙ্কিত হবেন না।” শুক্রবার বিধানসভার স্পিকার জানালেন
যুদ্ধের আবহে রাজ্য বিধানসভার নিরাপত্তায় বিশেষ নজর


কলকাতা, ৯ মে (হি.স.): ভারত-পাক যুদ্ধের আবহে এবার রাজ্য বিধানসভার নিরাপত্তায় বিশেষ নজর। বাতিল করা হয়েছে কর্মীদের ছুটি, জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আশ্বস্ত করে তিনি বলেন, “অযথা আতঙ্কিত হবেন না।”

শুক্রবার বিধানসভার স্পিকার জানালেন, সেখানকার কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিরাপত্তা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে বলে খবর। বিধানসভার নিরাপত্তায় কোনও ফাঁকফোকর রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, “অযথা আতঙ্কিত হবেন না। প্রত্যাঘাতের প্রভাব বাংলা পর্যন্ত হয়তো আসবে না। তবে আমরা নিরাপত্তায় কোনও গাফিলতি রাখতে চাই না। সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পালটা দিয়েছে ভারত। প্রথমে সিন্ধু জলচুক্তি স্থগিতের পর অপারেশন সিঁদুর। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এখনও চলছে অভিযান। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই নবান্নের তরফে সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande