কলকাতা, ৯ মে (হি.স.): সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারত-পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে বিজেপি নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বলেছেন, সেনাবাহিনীর প্রতি সকল নাগরিক গর্বিত... তারা (পাকিস্তানকে) উপযুক্ত জবাব দিচ্ছে... কমপক্ষে ২০০ জন সন্ত্রাসী নিহত হয়েছে... পাকিস্তানের কোনও ড্রোন বা ক্ষেপণাস্ত্রই সফল হয়নি। এটি নতুন ভারত, আমাদের ভারতীয় সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহান, সক্ষম এবং শক্তিশালী নেতৃত্ব... তিনি আরও বলেন, ... পশ্চিমবঙ্গ সরকার পাকিস্তানপন্থী। যেহেতু আমরা বাংলাদেশের কাছাকাছি, তাই আমাদের সতর্ক থাকা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে দু'বার ভার্চুয়াল বৈঠক করেছেন... আমরা সবাই স্থানীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে সরকার, সেনাবাহিনী এবং দেশের সাথে সংহতি প্রকাশ করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ