এক বছরের ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ব্যবসা বৃদ্ধি পেয়েছে প্রায় ১৪ শতাংশ
আগরতলা, ৯ মে (হি.স.) : ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ব্যবসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ৩১ মার্চ ২০২৪ সাল থেকে ৩১ মার্চ ২০২৫ সালের মধ্যে এই ব্যাঙ্ক ব্যবসা করেছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। আগের বছরের তুলনায় এই ব্যবসা প্রায় ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। শুক্রবার র
সাংবাদিক সম্মেলনে


আগরতলা, ৯ মে (হি.স.) : ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ব্যবসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ৩১ মার্চ ২০২৪ সাল থেকে ৩১ মার্চ ২০২৫ সালের মধ্যে এই ব্যাঙ্ক ব্যবসা করেছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। আগের বছরের তুলনায় এই ব্যবসা প্রায় ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। শুক্রবার রাজধানী আগরতলার অভয়নগর এলাকার ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। তিনি আরো বলেন ২০২৪-২৫ অর্থ বছরে ব্যাঙ্কের ব্যবসাও বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩ দশমিক ৬০ শতাংশ।

ব্যাঙ্কের সিডি রেশিও বা অনুপাত ২০২৪ সালের ৩১ মার্চে ছিল ৪০ দশমিক ৮৮ শতাংশ যা ২০২৫ সালের ৩১মার্চে সেটা কমে হয়েছে ৩৯ দশমিক ৯৩ শতাংশ। ব্যাঙ্ক পিএনবি, মেটলাইফ, বাজাজ, কানাড়া, এইচএসবিসি, কেয়ার এর মতো থার্ডপার্টির প্রোডাক্ট বিক্রি জাতীয় অন্যরকম সাবস্টেনশিয়্যাল কমিশনের মাধ্যমে ১.৭৫ কোটি টাকা আয় করেছে বলেও জানিয়েছেন। মোট বিনিয়োগ থেকে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৭০.৫৭ কোটি টাকা।

সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমানে ব্যাঙ্কের প্রকৃত নন প্রফিটেবল অ্যাসেট বা এনপিএ-র পরিমাণ শূণ্যতে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

ব্যাঙ্কের প্রতি শাখা পিছু ব্যবসার পরিমাণ ৩১ মার্চ ২০২৪ এর ৮২.৬৬ কোটি টাকার তুলনায় বেড়ে ৩১ মার্চ ২০২৫-এ ৯৩.৯০ কোটি টাকা হয়েছে। ব্যাঙ্কের প্রতি কর্মী পিছু ব্যবসার পরিমাণ ৩১ মার্চ ২০২৪ এর ১৩.৯৬ কোটি টাকার তুলনায় বেড়ে ৩১ মার্চ ২০২৫-এ ১৫.৫৬ কোটি টাকা হয়েছে।

শুধুমাত্র ব্যবসা করাই নয় সামাজিক কর্মসূচিতেও এই ব্যাঙ্ক নানা সময় অংশগ্রহণ করে থাকে। গত বছরের ভয়াবহ বন্যার সময় ব্যাঙ্কের তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিপুল পরিমাণে আর্থিক সহায়তা করা হয়েছে। তাছাড়া অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম ইত্যাদিতেও সহায়তা করা হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যাঙ্কে ডিজিটাইজেসন করা হচ্ছে। অনলাইন ব্যাঙ্কিং, হোয়াটস্যাপ ব্যাঙ্কিং ইত্যাদি চালু করা হয়েছে। সেই সঙ্গে ব্যাঙ্কের আরও নতুন নতুন এটিএম কাউন্টার চালু করা হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে ব্যাঙ্কের চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande