শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
আজমগড়, ১০ জুন (হি.স.): উত্তর প্রদেশের আজমগড় জেলার গৌরা গ্রামে পারিবারিক কলহের জেরে এক মা নিজের ৬ বছর বয়সী শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছে অভিযোগ উঠেছে। সে তার ৩ বছর বয়সী শিশুপুত্রকেও একইভাবে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত ওই শিশুটিকে স্থানীয় হা
শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে


আজমগড়, ১০ জুন (হি.স.): উত্তর প্রদেশের আজমগড় জেলার গৌরা গ্রামে পারিবারিক কলহের জেরে এক মা নিজের ৬ বছর বয়সী শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছে অভিযোগ উঠেছে। সে তার ৩ বছর বয়সী শিশুপুত্রকেও একইভাবে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত ওই শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুনীল যাদব লখনউতে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রায় ২০ দিন আগে ভাই মনীশ যাদবের বিয়েতে যোগ দিতে গ্রামে ফেরেন। সোমবার সন্ধ্যায় স্ত্রী তার দুই সন্তানকে মারধর করছে দেখে বাধা দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রী আত্মহত্যার চেষ্টা করে, তবে গ্রামবাসীরা তাকে রক্ষা করে। পরে ওই রাতেই তিনি ৬ বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন ও ৩ বছরের ছেলেকেও শ্বাসরোধের চেষ্টা করেন।

মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানান, মৃত শিশুকন্যার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত মায়ের বিরুদ্ধে স্বামী সুনীল যাদব থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / প্রাঞ্জলি মান্না

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande