মুখ্যমন্ত্রীর কনভয়ে কংগ্রেসের বোতল-হামলার প্ৰতিবাদে বিক্ষোভ ডিমা হাসাও জেলা বিজেপির
হাফলং (অসম), ১ জুলাই (হি.স.) : গতকাল সোমবার গোলাঘাটে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কনভয়ে বোতল-হামলার প্রতিবাদে রাজ্যের প্রান্তে প্রান্তে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ কৰ্মসূচি সংগঠিত করছে বিজেপি। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে পাহাড়ি জেলা ডিমা
মুখ্যমন্ত্রীর কনভয়ে কংগ্রেসের বোতল-হামলার প্ৰতিবাদ ডিমা হাসাও জেলা বিজেপির


হাফলং (অসম), ১ জুলাই (হি.স.) : গতকাল সোমবার গোলাঘাটে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কনভয়ে বোতল-হামলার প্রতিবাদে রাজ্যের প্রান্তে প্রান্তে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ কৰ্মসূচি সংগঠিত করছে বিজেপি। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে পাহাড়ি জেলা ডিমা হাসাওয়েও।

সোমবার গোলাঘাটে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার কনভয়কে লক্ষ্য করে কংগ্ৰেস জলের বোতল দিয়ে যেভাবে হামলা করেছে তার প্রতিবাদে আজ ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে অটলবিহারী বাজপেয়ী ভবনে জেলা বিজেপি যুবমোর্চা প্ৰতিবাদমুখর হয়ে গতকাল সংগঠিত ঘটনার তীব্ৰ নিন্দা জানিয়েছে।

ডিমা হাসাও জেলা বিজেপির উপ-সভাপতি লিটন চক্ৰবৰ্তী মুখ্যমন্ত্ৰীর ওপর কংগ্রেসের এ ধরনের আক্ৰমণের তীব্ৰ ভাষায় নিন্দা জানিয়ে বলেন, মুখ্যমন্ত্ৰীর পদ হচ্ছে একটি সাংবিধানিক, মুখ্যমন্ত্ৰী হচ্ছেন সকলের মুখ্যমন্ত্ৰী। যখন একজন মুখ্যমন্ত্ৰী হন তখন তিনি কোনও দলের নয়। এই অবস্থায় অসমের সর্বকালীন জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার ওপরে সংগঠিত এ ধরনের ঘটনা বিজেপি কোনওভাবে মেনে নেবে না। আজ এরই প্ৰতিবাদে ডিমা হাসাও জেলায় বিজেপি এই প্ৰতিবাদী কাৰ্যসূচি পালন করছে।

এদিকে হাফলঙে জেলা কমিশনার কাৰ্যালয়ের সামনে একযোগে বিজেপি থেকে পদত্যাগ করার হুমকি দিয়ে দলের তৃণমূল স্তরের কৰ্মীরা গতকাল যে ধরনা কর্মসূচি পালন করেছেন এ সম্পর্কে সাংবাদিকদের এক প্ৰশ্নের উত্তরে লিটন চক্ৰবৰ্তী বলেন, বিজেপিতে কখনও বিভাজন ছিল না, যারা ধরনা কর্মসূচি পালন করেছেন তাতে দলের কোনও পদাধিকারী ছিলেন না।

তিনি বলেন, যারা ওই ধরনায় বসে প্রতিবাদ করেছেন তারা বিজেপির জেলা কমিটি থেকে কোনও অনুমতিও নেননি। তাছাড়া তাদের যে প্রতিবাদ ছিল তা সম্পূর্ণ অসংবিধানিক, এরা বিজেপির প্রকৃত আদর্শের সঙ্গে একমত নন, বলেন লিটন চক্রবর্তী।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande