পানিসাগরে দুঃসাহসিক চুরি
পানিসাগর (ত্রিপুরা), ১ জুলাই (হি.স.) : মঙ্গলবার সাত সকালে দুঃসাহসিক চুরির ঘটনায় উদ্বিগ্ন উত্তর ত্রিপুরার পানিসাগরের বিলথৈয়ের জনগণ। তিন দিন পুর্বে বিলথৈ বাজার সংলগ্ন একটি বাড়িতে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে একই এ
দুঃসাহসিক চুরি


পানিসাগর (ত্রিপুরা), ১ জুলাই (হি.স.) : মঙ্গলবার সাত সকালে দুঃসাহসিক চুরির ঘটনায় উদ্বিগ্ন উত্তর ত্রিপুরার পানিসাগরের বিলথৈয়ের জনগণ। তিন দিন পুর্বে বিলথৈ বাজার সংলগ্ন একটি বাড়িতে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে একই এলাকার আরেকটি বাড়িতে।

জানা গিয়েছে,পানিসাগর থানাধীন বিলথৈ বাজার এলাকার সঞ্জিত দেবনাথের বাড়িতে রান্না ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা। বাড়ির মালিক জানান, রাত আনুমানিক দুইটা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন। চোরেরা রান্না ঘরের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং দুটি ব্যাগে থাকা নগদ ১৫০০ টাকা, স্বর্ণের কানের দোল ও একটি নাকের ফুল চুরি করে পালিয়ে যায়। তবে এর আগে ফ্রীজ থেকে ঠান্ডা জল নিয়ে রান্না ঘরে রাখা ভাত তরকারি খেয়ে চোরেরা পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির মালিক সঞ্জিত জানান, রান্নাঘরেই বিছানায় ঘুমিয়েছিলেন তিনি। অথচ জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চুরি করে চোর পালিয়ে গেলেও তিনি সহ পরিবারের অন্যান্য কেউই আঁচ করতে পারেননি। তিনি জানান, তাঁর বিছানার দু'পাশে থাকা দু'টি ব্যাগ থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা পয়সা চুরি করে পালিয়ে গেলেও নিয়ে যায়নি মোবাইল।

সঞ্জিত দেবনাথ জানান, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় সত্তর হাজার টাকা ক্ষতি হয়েছে। তিনি চুরির ঘটনায় সন্দেহভাজন একজনের নাম সহ ঠিকানা জানিয়েছেন পানিসাগর থানার পুলিশকে।

প্রসঙ্গত, তিন দিন পূর্বেও ঠিক একইভাবে বিলথৈ বাজার সংলগ্ন এক ক্ষুদ্র ব্যাবসায়ীর ঘরে প্রবেশ করে দুটি মোবাইল সহ নগদ টাকা পয়সা চুরি করে নিয়ে যায় চোরেরা।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande