শ্রীভূমি (অসম), ১ জুলাই (হি.স.) : ঐক্যের বার্তা শ্ৰীভূমি জেলায় অবস্থিত লাতু-সজপুর গ্রাম পঞ্চায়েত (জিপি)-এ। এবার দুই মহিলা যথাক্রমে সভানেত্রী স্নিগ্ধা দাস এবং সহ-সভানেত্রী রুফসানা বেগমের কাঁধে জিপির দায়িত্ব দিয়েছেন এলাকার জনতা। প্রায় ২৫ হাজার মানুষের আশা ভরসাকে সামনে রেখে দায়িত্ব সহকারে মঙ্গলবার শপথগ্রহণ করেছেন উভয় নেত্রী।
শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে অংশগ্রহণ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড সদস্যা থেকে জিপি সভানেত্রী পদে জয়ী হয়ে রীতিমতো রেকর্ড গড়েছেন স্নিগ্ধা দাস। পাশাপাশি সহ-সভানেত্রী পদে জয়ী হয়ে নজির গড়েছেন রুফসানা বেগম।
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে লাতু-সজপুরের আগামীদিনের সভানেত্রী পদে স্নাতকোত্তর ডিগ্রিধারী স্নিগ্ধা দাস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিজেপির লক্ষ্মীবাজার-গান্ধাই মণ্ডলের সদস্য পদ দিয়ে রাজনীতির যাত্রা শুরু করেন। পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন।
এদিকে পঞ্চায়েত নির্বাচনের পর দশজন প্রতিনিধি আজ মঙ্গলবার উত্তর করিমগঞ্জের খণ্ড উন্নয়ন কার্যালয়ে নয় জন ওয়ার্ড সদস্য-সদস্যা যথাক্রমে মলয় দাস, বাবলিরানি দেব, স্নিগ্ধা দাস, রুণু বেগম, জামাল আহমেদ, ইন্দ্রজিৎ দাস, সাবানা বেগম, রুফসানা বেগম, রুকসানা বেগম উপস্থিত ছিলেন।
খণ্ড উন্নয়ন আধিকারিক (বিডিও) সারদা পাটুয়া উপস্থিত সদস্য ও সদস্যাদের মতামত জানতে চাইলে দশ জনের মধ্যে নয়জন এক বাক্যে স্নিগ্ধা দাসকে সভানেত্রী এবং সহ-সভানেত্রী পদে রুফসানা বেগমকে সমর্থন করেন। এই প্রক্রিয়ায় সভানেত্রীর অন্যতম দাবিদার মেহবুবা ইয়াসমিন চৌধুরী অনুপস্থিত ছিলেন।
এদিকে সভাপতি চয়ন পৰ্বের পর অগপ নেতা দাইয়ান হুসেন বলেন, সভাপতি নির্বাচন লাতু-সজপুরের মানুষের কাছে ঐতিহাসিক। তিনি বলেন, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং শ্রীভূমি জেলা থেকে নির্বাচিত বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে পঞ্চায়েতের উন্নয়ন হচ্ছে। ঠিক সে সময় লাতু-সজপুর জিপির সভানেত্রী হিসেবে একজন যোগ্য মহিলার হাতে অর্পণ করেছেন জিপির ওয়ার্ড সদস্যরা।
তিনি বলেন, এই জয় একে-অপরকে সহযোগিতা এবং সমর্থন দেওয়ার চমৎকার এক দৃষ্টান্ত, যেখানে নারীশক্তির উত্থান এবং নেতৃত্বের প্রতি সবার আস্থা বৃদ্ধি পেয়েছে। এই জয় শুধু এক প্রার্থীর নয়, বরং আমাদের সমাজের সকল নারীর অবদান, তাঁদের সক্ষমতা এবং শৃঙ্খলার প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক। এই নতুন নেতৃত্ব, এই শক্তিশালী নারী চরিত্রের মাধ্যমে লাতু ও সজপুর অঞ্চলে একটি শক্তিশালী, ঐ্ক্যবদ্ধ এবং সমৃদ্ধ ভবিষ্যতের সূচনা হবে, এমন দৃঢ় বিশ্বাস রেখে, তাঁদের আগামী পথ হবে আলোকিত এবং সফল।
এদিন বিকালে জিপির নব-মনোনীত সভানেত্রীর বাড়িতে গিয়ে সংবর্ধনা প্রদান করেছেন বিজেপি নেতা ইকবাল হোসেন। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, লাতু-সজপুর জিপিতে এবার রেকর্ড হয়েছে। দীর্ঘ ৫০ বছর পর এবার কংগ্রেসমুক্ত পঞ্চায়েত গঠন হয়েছে। তিনি বলেন, আজকের দিনে সাধারণ মানুষ উন্নয়নের স্বার্থে বিজেপির পক্ষে। যার জ্বলন্ত প্রমাণ লাতু-সজপুর জিপির নির্বাচন।
এদিকে নবমনোনীত সভানেত্রী স্নিগ্ধা দাস বলেন, ঐক্যের বার্তা দিয়ে জয় হয়েছে লাতু-সজপুর জিপি। উন্নয়নের স্বার্থে জিপি সভানেত্রী ও সহ-সভানেত্রী মনোনীত করা হয়েছে। এ জন্য তিনি কৃতজ্ঞতা জানান বিজেপি নেতৃত্বদের। ঐক্যের বার্তা নিয়ে জিপিকে উন্নয়নের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন স্নিগ্ধা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস