শিমলায় দুর্ঘটনায় দুদিনে প্রাণ গেল ৪ জনের
শিমলা, ১০ জুন (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় খাদে পড়ে, পাহাড়ি নদীতে তলিয়ে মৃত্যুর ঘটনা উদ্বেগের হারে বাড়ছে। বিগত ৪৮ ঘণ্টায় এমন ঘটনায় প্রাণ হারালেন মোট ৪ জন। মঙ্গলবার নতুন করে মৃত্যু হল মাত্র দেড় বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে চৌপাল মহকুমার নেরও
শিমলায় দুর্ঘটনায় দুদিনে প্রাণ গেল ৪ জনের


শিমলা, ১০ জুন (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় খাদে পড়ে, পাহাড়ি নদীতে তলিয়ে মৃত্যুর ঘটনা উদ্বেগের হারে বাড়ছে। বিগত ৪৮ ঘণ্টায় এমন ঘটনায় প্রাণ হারালেন মোট ৪ জন। মঙ্গলবার নতুন করে মৃত্যু হল মাত্র দেড় বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে চৌপাল মহকুমার নেরওয়া এলাকার একটি খাদে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শিশুটির নাম কৃষ। সে নেপালের নাগরিক রাজুর ছেলে। রাজু তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নেভটি অঞ্চলে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে গত দুই বছর ধরে বসবাস করছিল। দিনমজুরের কাজ করত সে। মঙ্গলবার স্ত্রী ও সন্তানদের সঙ্গে কাজ করছিল। সেই সময় দুই সন্তান খেলতে খেলতে জলের ধারে চলে যায়। আচমকা কৃষ পা পিছলে জলে পড়ে ডুবে যায়।

প্রসঙ্গত , রবিবার শিমলার কোঠখাই-দরবার এলাকায় কাপড় ধোওয়ার সময় এক ৪৭ বছরের মহিলা ও তাঁর ৩০ বছরের মেয়ের মৃত্যু হয় জলে তলিয়ে। একইদিনে, নেরওয়া অঞ্চলে আরও এক যুবক জলে পড়ে প্রাণ হারান। প্রশাসনের তরফে নাগরিকদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে, বিশেষ করে শিশুদের নদী বা খাদের ধারে একা না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande