শিমলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি বাড়ি
শিমলা, ১০ জুন (হি.স.): হিমাচল প্রদেশের শিমলার পানভি গ্রামে সোমবার রাতে আগুনে দুটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত একটি দোতলা কাঠের বাড়িতে, যা দ্রুত পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনে দু’টি দোতলা বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে এই ঘট
শিমলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুই বাড়ি


শিমলা, ১০ জুন (হি.স.): হিমাচল প্রদেশের শিমলার পানভি গ্রামে সোমবার রাতে আগুনে দুটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত একটি দোতলা কাঠের বাড়িতে, যা দ্রুত পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনে দু’টি দোতলা বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে একটি দোতলা কাঠের বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও একটি বাড়িতে। খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মী ও গ্রামবাসীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউ ঘর থেকে জিনিসপত্র বের করতে পারেনি। তবে সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande