‘রক্ষাশক্তির ১১ বছর’, বার্তা অমিত শাহর
নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): ভারতের সুরক্ষাব্যবস্থার সাফল্যের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এক্সবার্তায় ভিডিয়োগ্রাফিক্স সহযোগে তিনি লিখেছেন, “রক্ষাশক্তির ১১ বছর ভারতকে প্রধানমন্ত্রী নড়েন্দ্র মোদী জাতীয় নিরাপত্তার এক অজেয়
‘রক্ষাশক্তির ১১ বছর’, বার্তা অমিত শাহর


নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): ভারতের সুরক্ষাব্যবস্থার সাফল্যের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার এক্সবার্তায় ভিডিয়োগ্রাফিক্স সহযোগে তিনি লিখেছেন, “রক্ষাশক্তির ১১ বছর ভারতকে প্রধানমন্ত্রী নড়েন্দ্র মোদী জাতীয় নিরাপত্তার এক অজেয় দুর্গে রূপান্তরিত করেছেন। অজেয় মানবিক, প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক প্রতিরক্ষা ঢালের একটি সারির বিন্যাস তৈরি করে, তিনি নিশ্চিত করেছেন যে কোনও হুমকি আমাদের সীমান্ত, অভ্যন্তরীণ শান্তি এবং নাগরিকদের অধিকার লঙ্ঘন করতে পারবে না।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande