তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৬ জুন (হি.স.) : বৃহস্পতিবার খোয়াই জেলার মুঙ্গিয়াকামি ব্লকের চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন তুই মধু বাজার প্রাঙ্গণে “জনজাতীয় গৌরব বর্ষ” উদযাপন ও “ধরতি আবা জনভাগীদারী অভিযান”-এর অঙ্গ হিসাবে এক বিশেষ প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়।
গ্রামীণ ও পাহাড়ি এলাকার জনজাতি জনগণ সরাসরি উপকৃত হন এই শিবিরে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কৃষি সহায়তা ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত একাধিক সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জনগণকে অবহিত করা হয়।
অনেকেই আজ তাৎক্ষণিকভাবে আবেদন করে পেয়েছেন এসটি সার্টিফিকেট, জন্ম সনদ, আধার কার্ড, রেশন কার্ড ও বিবাহ নিবন্ধনপত্রের মতো গুরুত্বপূর্ণ নথিপত্র। এটি একদিকে যেমন প্রশাসনের সঙ্গে মানুষের সংযোগকে দৃঢ় করেছে, তেমনি উন্নয়নের স্পর্শ পৌঁছে দিয়েছে প্রত্যন্ত এলাকায়। এই কর্মসূচি আগামী ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় চলবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক তথা জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, আমাদের লক্ষ্য প্রত্যেক জনজাতি নাগরিককে সরকারি পরিষেবার আওতায় এনে সচেতন, স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমি সবসময় বিশ্বাস করি, উন্নয়ন কেবল পরিকাঠামো নয়, বরং মানুষের জীবনে প্রত্যক্ষ ইতিবাচক পরিবর্তনের নাম।
মন্ত্রীর কথায়, ধরতি আবা অভিযান” সেই মানবিক উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ। এই শিবিরে সরকারি দায়িত্বপ্রাপ্তদের পাশাপাশি হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে আমরা একসঙ্গে এগিয়ে চলেছি উন্নয়নের পথে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das