কলকাতা, ২৬ জুলাই (হি.স.): কখনও মুষলধারে, কখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েই চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার রাতেও ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আর শনিবার সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোনও কোনও জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৯ জুলাই ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অন্যান্য জেলাতেও বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টি আগামী ৩০ জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ