কলকাতা, ২৬ জুলাই (হি.স.): বিজেপি নেতা দিলীপ ঘোষ বলে বর্নিত এক ব্যক্তির অশালীন ভিডিও প্রকাশ্যে আসায় তা নিয়ে বিতর্ক চলছে। শনিবার এ ব্যাপারে কারও নাম না করে পরোক্ষে দিলীপবাবুকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “কোনো private citizen-দের মধ্যে consenting adults হলে কোন সমস্যা নেই। কিন্তু কেউ public life-এ থাকলে তাকে নিয়ে সমস্যা আছে।
অঙ্গসঞ্চালনের পরিবর্তে অর্থনৈতিক বা রাজনৈতিক সুবিধা পাইয়ে দিলে বিলক্ষণ সমস্যা আছে। ১৯৬০-এর দশকের ব্রিটেনে Jack Profumo ও Christine Keeler এবং নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে Bill Clinton ও Monica Lewinski ঘটনা স্মর্তব্য।
সর্বোপরি, মূর্খ এবং নির্বোধ অহংকারী হলে বেজায় সমস্যা আছে। বিদ্যাসাগর মশাইই তো বলে গেছেন, মূর্খের অশেষ দোষ।”
প্রসঙ্গত, এই দুই নেতা অর্থাৎ দিলীপবাবু তথাগতবাবুর মধ্যে বিরোধ দীর্ঘদিনের, এবং তা সর্বজনবিদিত।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত