বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে দেশের অর্থনীতি ও বিদেশনীতি : পিসিসি সভাপতি
কুমারঘাট (ত্রিপুরা), ২৬ জুলাই (হি.স.) : ত্রিপুরায় বিধানসভা ভোটের বাকি অনেকটাই। তার আগেই নিজেদের ঘর গুছিয়ে শাসক দলের বিরুদ্ধে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল কংগ্রেস। দলীয় কাজে কুমারঘাট সফরকালে এমন‌ই ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ
কংগ্রেস সভাপতি


কুমারঘাট (ত্রিপুরা), ২৬ জুলাই (হি.স.) : ত্রিপুরায় বিধানসভা ভোটের বাকি অনেকটাই। তার আগেই নিজেদের ঘর গুছিয়ে শাসক দলের বিরুদ্ধে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল কংগ্রেস। দলীয় কাজে কুমারঘাট সফরকালে এমন‌ই ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

শনিবার সাংগঠনিক কাজে ঊনকোটি জেলার পাবিয়াছড়ায় গিয়েছিলেন আশীষ কুমার সাহা। সেখানে দলীয় অফিসে কর্মীদের নিয়ে বৈঠক করে দলের অবস্থা সম্পর্কে খোঁজ নেন সভাপতি। পরে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ইস্যুতে শাসক দল এবং রাজ্য সরকারকে তোপ দাগলেন আশীষ কুমার সাহা।

তিনি অভিযোগ করেন, বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে দেশের অর্থনীতি ও বিদেশনীতি। কৃষকদের আয় দ্বিগুন হওয়ার বদলে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। মানুষের সমস্যা নিয়ে অচিরেই কংগ্রেস আন্দোলনে নামবে বলে জানান দলের সভাপতি। দলবদল প্রসঙ্গে আশীষ কুমার সাহা অভিযোগ করেন, নবাগত কংগ্রেস কর্মীদের ভয়ভীতি দেখিয়ে বিজেপি দলের পতাকা হাতে তুলে দিয়ে তার ছবি সামাজিক মাধ্যমে প্রচার করছে শাসক দল। আগামীদিনে বিজেপি দল ব্যাপক ভাঙনের মুখে পড়তে চলেছে বলে দাবি করেন তিনি।

এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন সভাপতি দ্বিবা চন্দ্র রাঙ্খল, প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক তরুন সাহা, সম্পাদক সত্যবান দাস, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব সহ অন্যান্যরা।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande