রাজস্থানে বৃষ্টির তীব্রতা বেড়েছে, অনেক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি
জয়পুর, ২৭ জুলাই (হি.স.): নিম্নচাপের প্রভাবে রাজস্থানে ফের ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার কোটা, উদয়পুর, ভরতপুর এবং জয়পুর বিভাগের অনেক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। রবিবার এবং আগামীকাল সোমবার আরও বৃষ্টিপাতের জন্য লাল এবং কমলা সতর্কতা জারি করেছে আবহ
রাজস্থানে বৃষ্টির তীব্রতা বেড়েছে, অনেক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি


জয়পুর, ২৭ জুলাই (হি.স.): নিম্নচাপের প্রভাবে রাজস্থানে ফের ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার কোটা, উদয়পুর, ভরতপুর এবং জয়পুর বিভাগের অনেক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। রবিবার এবং আগামীকাল সোমবার আরও বৃষ্টিপাতের জন্য লাল এবং কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

রবিবার জয়পুরের আবহাওয়া কেন্দ্র ঝালাওয়ার, প্রতাপগড়, দুঙ্গারপুর এবং বাঁশওয়ারা জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে, বুন্দি, কোটা, বরন, ভিলওয়ারা, চিত্তোরগড়, উদয়পুর এবং সিরোহি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে, এবং রাজ্যের বাকি জেলাগুলিতে (জয়সালমের বাদে) হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। ভরতপুরের বায়ানায় পিকনিক করতে গিয়ে জলপ্রপাতের জলে ডুবে মৃত্যু হল এক দন্ত চিকিৎসকের। সিকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পরিবারের। জয়পুর ও আজমিরে বৃষ্টিতে দুটি মন্দিরের কিছু অংশ ভেঙে পড়েছে, অন্যদিকে বিকানেরে শনিবার সন্ধ্যায় এক ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে।

জয়পুরের আবহাওয়া কেন্দ্রের পরিচালক রাধেশ্যাম শর্মা জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যবস্থার সর্বাধিক প্রভাব রবিবার থেকে দক্ষিণ-পূর্ব রাজস্থানে দেখা যাবে, যেখানে কিছু এলাকায় ১৫০ থেকে ২০০ মিমি বৃষ্টিপাত হতে পারে। তিনি বলেন, ২৯ এবং ৩০ জুলাই পূর্ব রাজস্থানের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande