গঙ্গার জলস্তর কিছুটা কমলেও জলমগ্ন বারাণসীর একাধিক এলাকা
বারাণসী, ২৭ জুলাই (হি. স.): গঙ্গার জলস্তর কিছুটা কমলেও উত্তর প্রদেশের বারাণসীর একাধিক এলাকা এখনও জলমগ্ন। প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার গঙ্গার জলস্তর প্রায় ৬৭ মিটার, যা বিপদসীমা (৭১.২৬২ মিটার) থেকে প্রায় ৩ মিটার নিচে। উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের এ
বিপদসীমার নীচে গঙ্গা, জলমগ্ন বারাণসীর একাধিক এলাকা


বারাণসী, ২৭ জুলাই (হি. স.): গঙ্গার জলস্তর কিছুটা কমলেও উত্তর প্রদেশের বারাণসীর একাধিক এলাকা এখনও জলমগ্ন। প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার গঙ্গার জলস্তর প্রায় ৬৭ মিটার, যা বিপদসীমা (৭১.২৬২ মিটার) থেকে প্রায় ৩ মিটার নিচে।

উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের একাধিক জেলায় গঙ্গার জলস্তর কমছে। এই তালিকায় রয়েছে বারাণসী, মির্জাপুর, গাজিপুর এবং প্রয়াগরাজ। বলিয়ায় জলস্তর বিপদসীমা ছুঁয়েছিল, রবিবার সকালে সেখানেও জলস্তর কিছুটা হ্রাস পেয়েছে।

যদিও বারাণসীতে গঙ্গার জল কমার প্রবণতা দেখা গেলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এদিনও শহরের নিচু এলাকা ও ঘাট সংলগ্ন এলাকাগুলিতে গঙ্গার জল ঢুকে পড়ে। আসিঘাট সংলগ্ন একটি জনবসতি এলাকায় এখনও রাস্তায় ভর্তি জল।

জেলা প্রশাসনের তরফে আশ্রয় শিবির খোলা হয়েছে। মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের লোকজন নৌকা নিয়ে বিভিন্ন পাড়া ও ঘাটে নজরদারি চালাচ্ছে। চলছে ত্রাণ বিতরণও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande