কলকাতার সাই কেন্দ্রের আ্যথলিট সাহিল রাজেশ যাদবের জার্মানীতে জোড়া পদক জয় বিশ্ব তিরন্দাজিতে
কলকাতা, ২৭ জুলাই (হি. স.) : তিরন্দাজিতে জোড়া পদক জয়। কলকাতাস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ও জাতীয় উৎকর্ষতা কেন্দ্রের আ্যথলিট সাহিল রাজেশ যাদব জোড়া পদক জিতেছেন। এই মুহূর্তে সে ফিসু''তে পদক জিতে সাড়া ফেলে দিতে সমর্থ হয়েছে। জার্মানীতে আয়ো
কলকাতার সাই কেন্দ্রের আ্যথলিট সাহিল রাজেশ যাদব


কলকাতা, ২৭ জুলাই (হি. স.) : তিরন্দাজিতে জোড়া পদক জয়। কলকাতাস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ও জাতীয় উৎকর্ষতা কেন্দ্রের আ্যথলিট সাহিল রাজেশ যাদব জোড়া পদক জিতেছেন। এই মুহূর্তে সে ফিসু'তে পদক জিতে সাড়া ফেলে দিতে সমর্থ হয়েছে। জার্মানীতে আয়োজিত চলতি বিশ্ব পর্যায়ের বিশ্ববিদ্যালয় গেমস - ২০২৫ তে ইতিহাস গড়েছে। ব্যাক্তিগত পর্যায়ে স্বর্ণপদক সে জিতেছে। রবিবার চূড়ান্তভাবে লড়াই হয়েছে পরস্পরের মধ্যেই। এদিন সেই পর্যায়ে গ্রেট ব্রিটেনের অজয় স্কট' কে ১৪৯ - ১৪৮ ব্যবধানে শেষমেশ পরাস্ত করে। পুরুষদের ব্যাক্তিগত কম্পাউন্ড আর্চারি ইভেন্টে। যদিও সে তুর্কি প্রদেশের প্রতিযোগীর কাছে সে ২৩১-২৩২ স্কোর গড়ে দলগত বিভাগে অল্পের জন্য হেরেছে। ওই ইভেন্টে রূপো জিতেছে। উল্লেখ্য, চলতি মাসের ১৬ জুলাই থেকে সেখানে চলছে ওই আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা। ২৭ জুলাই শেষ ও অন্তিম দিনে এই পদক জয়ের খবর পৌঁছেছে। পদক জিতে এক প্রতিক্রিয়ায় সে জানিয়েছেন যে, দেশের জন্য প্রতিনিধিত্ব করতে পেরেছি এতে গর্বিত অনুভব করছি। প্রসঙ্গতঃ গত ২০২২এর মার্চ মাস থেকে কলকাতায় কোচ হারেশ কুমারের প্রশিক্ষণে সে রয়েছে। এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত আঞ্চলিক অধিকর্তা অমর জ্যোতি বলেন, দেশের পতাকা উত্তোলন করার জন্য তিরন্দাজিতে নতুন সাফল্য ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande