প্রতারণার দায়ে অসমে গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা শিবম পাণ্ডে
হাফলং (অসম), ২৭ জুলাই (হি.স.) : প্রতারণার দায়ে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা শিবম পাণ্ডে নামের এক ব্যক্তি। হাফলং শহরের জনৈক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করার দায়ে পুলিশ আজ রবিবার গোরখপুরের বাসিন্দা শিবম পাণ্ডে নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে। ডিম
প্রতারণার দায়ে অসমে গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা শিবম পাণ্ডে


হাফলং (অসম), ২৭ জুলাই (হি.স.) : প্রতারণার দায়ে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা শিবম পাণ্ডে নামের এক ব্যক্তি। হাফলং শহরের জনৈক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করার দায়ে পুলিশ আজ রবিবার গোরখপুরের বাসিন্দা শিবম পাণ্ডে নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে এ খবর দিয়ে বলেন, উত্তরপ্রদেশ গোরখপুরের বাসিন্দা শিবম পাণ্ডে হাফলং শহরে একটি হোম স্টে-তে থাকার পর ওই হোম স্টের বিল মিটিয়ে দেয়নি। তাছাড়া ওই হোম স্টে মালিকের কাছ থেকে নিগলক্স পেট্রোলিয়াম নামের এক কোম্পানির আইপিও শেয়ার দেওয়ার নাম করে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে শনিবার রাতে হাফলং থানায় এক অভিযাগ দায়ের করেছিলেন সংশ্লিষ্ট হোম স্টের মালিক।

অভিযোগের ভিত্তিতে এক মামলা রুজু করে পুলিশ প্রতারক শিবম পাণ্ডেকে গ্রেফতার করেছে। তবে তাঁর শারীরিক কিছু অসুস্থার জন্য আজ রবিবার শিবম পাণ্ডেকে হাফলং সিভিল হাসপাতালে ভরতি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, কোম্পানির শেয়ার পাইয়ে দেওয়ার নামে হাফলং শহরের বহু মানুষের কাছ থেকে এখন টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে শিবমের বিরুদ্ধে হাফলং থানায় ৪৬/২৬/৭/২৫ নম্বরে মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। এই তদন্ত এখনও প্রাথমিক স্তরে রয়েছে বলে জানান পুলিশ সুপার ফারুক আহমেদ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande