জনজাতি শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ : মন্ত্রী বিকাশ
আগরতলা, ২৭ জুলাই (হি.স.) : জনজাতি শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সীমনা বিধানসভা এলাকয় একটি অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দফতরেরের মন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন। শিক্ষা হল সমাজের অগ্রগতির অন্যতম প্রধান স্তম্ভ এবং প্রতি
মন্ত্রী বিকাশ দেববর্মা


আগরতলা, ২৭ জুলাই (হি.স.) : জনজাতি শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সীমনা বিধানসভা এলাকয় একটি অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দফতরেরের মন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন।

শিক্ষা হল সমাজের অগ্রগতির অন্যতম প্রধান স্তম্ভ এবং প্রতিটি শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এই লক্ষ্যকে সামনে রেখে সীমনা বিধানসভা কেন্দ্রে একটি দলীয় কর্মসূচি সম্পন্ন করার পর জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা পরিদর্শন করলেন সুরেন্দ্র নগর জনজাতি ছাত্রীনিবাস, আখলিয়া ছড়া জনজাতি ছাত্রীনিবাস এবং কাতলামারা জনজাতি ছাত্রাবাস।

মন্ত্রী শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁদের দৈনন্দিন জীবনযাত্রার বাস্তব চ্যালেঞ্জগুলি শোনেন। আলোচনার সময় শিক্ষার্থীরা হোস্টেলের অবকাঠামো, শিক্ষা পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য সমস্যাগুলি তুলে ধরেন।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সরকারের মূল লক্ষ্য হল প্রত্যেক জনজাতি ছাত্র-ছাত্রীদের একটি নিরাপদ, সহায়ক এবং অনুপ্রেরণামূলক পরিবেশ প্রদান করা। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে তাঁদের সমস্যাগুলির দ্রুত সমাধান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে তাঁরা নিজেদের স্বপ্ন পূরণের পথে বাধাহীনভাবে এগিয়ে যেতে পারেন।”

তিনি আরও উল্লেখ করেন যে, একটি শিক্ষিত, আত্মনির্ভরশীল এবং সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য শিক্ষাক্ষেত্রে বিনিয়োগকে সরকার সবচেয়ে বড় অগ্রাধিকার দিচ্ছে। ছাত্র-ছাত্রীদের মানোন্নয়ন শুধু নীতি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করে তোলার। পরিদর্শন শেষে মন্ত্রী আশ্বাস দেন যে সংশ্লিষ্ট বিভাগ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande