রক্তের সঙ্কট মোচনে বালুরঘাটে স্বেচ্ছা রক্তদান শিবিরের
বালুরঘাট, ২৭ জুলাই (হি. স.) : দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট জেলা হাসপাতালে ব্লাড সেন্টারের রক্তের যোগান অব্যাহত রাখতে রবিবার দুপুরে বঙ্গীয় মাহিষ্য সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পরিচালনায় বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড এলাকায় একটি রক্তদ
রক্তের সঙ্কট মোচনে বালুরঘাটেই আয়োজন শিবিরের


বালুরঘাট, ২৭ জুলাই (হি. স.) : দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট জেলা হাসপাতালে ব্লাড সেন্টারের রক্তের যোগান অব্যাহত রাখতে রবিবার দুপুরে বঙ্গীয় মাহিষ্য সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পরিচালনায় বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরের বিষয়ে বঙ্গীয় মাহিষ্য সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সভাপতি অমূল্যরতন বিশ্বাস জানান, সদর শহর বালুরঘাটের হাসপাতালে রক্তের যোগানকে অব্যাহত রাখতে এমন উদ্যোগ। আর এই উদ্যোগের জন্য বহু যুবক যুবতীরা রক্ত দিতে এগিয়ে আসে। এর পাশাপাশি - রক্তদান যে মহৎদান রক্তদান জীবন দান এই কথা'কে পাথেয় করে আগামীদিনে এরকম আরো রক্তদান শিবিরের আয়োজন করা হবে। এদিনের রক্তদান শিবিরে সাাধারণে পাশাপাশি সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande