ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের সোনামুড়া বিভাগীয় পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
বক্সনগর (ত্রিপুরা), ২৭ জুলাই (হি.স.) : সিপাহীজলা জেলার কুলুবাড়ি কমিউনিটি হলের শামসুল হক নগরে অনুষ্ঠিত হয় ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের সোনামুড়া বিভাগীয় পরিষদের সম্মেলন। সম্মেলনের সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন বর্ষীয়
সম্মেলন অনুষ্ঠিত


বক্সনগর (ত্রিপুরা), ২৭ জুলাই (হি.স.) : সিপাহীজলা জেলার কুলুবাড়ি কমিউনিটি হলের শামসুল হক নগরে অনুষ্ঠিত হয় ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের সোনামুড়া বিভাগীয় পরিষদের সম্মেলন। সম্মেলনের সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান কৃষক নেতা রাধাবল্লভ দেবনাথ। এরপর শুরু হয় সম্মেলনের কার্যক্রম।

এই সম্মেলনে উপস্থিতি ছিলেন অহিদুর রহমান, প্রদেশ রায়, নারায়ণ চক্রবর্তী, শোভা মিয়া এবং যুবনেতা মিজান মিয়া। সকলেই তাঁদের বক্তব্যে রাজ্যের বর্তমান পরিস্থিতি, ক্ষেত মজুরদের দুরাবস্থা, ন্যায্য মজুরি, ১০০ দিনের কাজ, জমির অধিকার সহ নানা ইস্যুতে বক্তব্য রাখেন

বক্তারা বলেন ত্রিপুরায় গণতন্ত্র আজ মৃতপ্রায়। রাজ্যে চলছে সন্ত্রাস, দুর্নীতি ও তোলাবাজির রাজত্ব। ধর্মীয় উন্মাদনার ছায়ায় প্রকৃত শ্রমজীবী, কৃষিজীবী মানুষের ন্যায্য দাবিদাওয়া পিছিয়ে পড়ছে। বর্তমান শাসকদল মূলত কর্পোরেট শিল্পপতিদের স্বার্থেই কাজ করছে। এই প্রেক্ষিতে ক্ষেতমজুর সংগঠনকে হতে হবে আরও সুসংগঠিত ও প্রতিরোধমুখী।

এদিন মোট ১৪৮ জন প্রতিনিধিঅংশগ্রহণ করেন। তাঁদের অংশগ্রহণে ৪৪ জনের একটি পূর্ণাঙ্গ বিভাগীয় কমিটি গঠন করা হয়। কমিটির নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হন শোভা মিয়া এবং সম্পাদক পদে নির্বাচিত হন দীনেশ দাস। এছাড়া ১৫ সদস্যের একটি সম্পাদক মণ্ডলীর নামও ঘোষণা করা হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande