কলকাতা, ২৭ জুলাই (হি.স.): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা 'ভারতরত্ন' ডঃ এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি ডঃ কালামকে একজন মহান বিজ্ঞানী এবং একজন আদর্শ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন।
মুখ্যমন্ত্রী লিখেছেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা 'ভারতরত্ন' ডঃ এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি একজন মহান বিজ্ঞানী এবং একজন আদর্শ মানুষ ছিলেন। তাঁর জীবন আজও আমাদের সকলকে অনুপ্রাণিত করে।
ডঃ কালাম ভারতের 'মিসাইল ম্যান' হিসেবে পরিচিত। ইসরো এবং ডিআরডিওতে তাঁর কার্যকালকালে তিনি ভারতের প্রতিরক্ষা কর্মসূচিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ডঃ কালাম ২০১৫ সালের ২৭ জুলাই শিলংয়ে এক বক্তৃতা দেওয়ার সময় মারা যান। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার কাজে নিয়োজিত ছিলেন। তাঁর চিন্তাভাবনা এবং জীবনদর্শন এখনও দেশের নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া