ছোট বোনকে বাঁচাতে গিয়ে খালে তলিয়ে মৃত দিদি
বরাবাঁকি, ২৭ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের বরাবাঁকি জেলাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় দিদি ও বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার দুপুরে তুলসীপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুজনের নাম কাঞ্চন (১৪) ও সৌম্যা (১১)। আরও জানা গেছে, এদিন দুপুরে
ছোট বোনকে বাঁচাতে গিয়ে খালে তলিয়ে মৃত দিদি


বরাবাঁকি, ২৭ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের বরাবাঁকি জেলাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় দিদি ও বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার দুপুরে তুলসীপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুজনের নাম কাঞ্চন (১৪) ও সৌম্যা (১১)।

আরও জানা গেছে, এদিন দুপুরে তাদের বাবা মাঠে কাজ করছিলেন। দুই মেয়ে মাঠ থেকে বাড়ি ফেরার পথে খাল পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। প্রথমে ছোট মেয়ে সৌম্যা পা পিছলে পড়ে গেলে, বড় মেয়ে কাঞ্চন ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে যায়। কিন্তু দু’জনেই জলে তলিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande