ঝাড়গ্রামে পুরসভার অভিযান, ফুটপাত থেকে সরানো হল জবর দখলকারীদের
ঝাড়গ্রাম, ২৭ জুলাই (হি.স.): রাস্তার বেহাল দশা, ফুটপাত জবরদখল আর জঞ্জালের স্তূপে নাকাল ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা। শহরের প্রধান রাস্তাগুলিতে যেমন পাঁচমাথা মোড়, শিবমন্দির, হাসপাতাল রোড, আরবিএম স্কুল মোড় কোথাওই আর খোলা ফুটপাত চোখে পড়ে না। ফুটপাত দখল কর
ঝাড়গ্রামে পুরসভার অভিযান, ফুটপাত থেকে সরানো হল জবর দখলকারীদের


ঝাড়গ্রাম, ২৭ জুলাই (হি.স.): রাস্তার বেহাল দশা, ফুটপাত জবরদখল আর জঞ্জালের স্তূপে নাকাল ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা। শহরের প্রধান রাস্তাগুলিতে যেমন পাঁচমাথা মোড়, শিবমন্দির, হাসপাতাল রোড, আরবিএম স্কুল মোড় কোথাওই আর খোলা ফুটপাত চোখে পড়ে না। ফুটপাত দখল করে গজিয়ে উঠেছে নানা দোকানপাট। রাস্তার ধারে ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রীও।

ফলে সংকীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে হাসপাতালে যাওয়া রোগী, পর্যটক সকলেরই ভোগান্তি চরমে। এই পরিস্থিতিতে রবিবার হাসপাতাল চত্বরে অভিযান চালায় ঝাড়গ্রাম পুরসভা।

চেয়ারম্যান কবিতা ঘোষ, কাউন্সিলর নবু গোয়ালা, অজিত মাহাতো, বিপ্লব শীট প্রমুখ অভিযানে উপস্থিত ছিলেন। পুরসভা সূত্রে খবর, একাধিকবার নোটিশ পাঠানো সত্ত্বেও ব্যবসায়ীরা ফুটপাত ছাড়েননি। এবার তাই সরাসরি অভিযান চালিয়ে ফুটপাত খালি করা হল।

চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন, “ফুটপাত খালি করলেও ফের বসে যাচ্ছে দোকানদাররা। এতে মানুষের হাঁটাচলা ও যান চলাচলে সমস্যা হচ্ছে। তাই বাধ্য হয়ে জবরদখল সরানোর অভিযান শুরু করেছি। শহরের আরও গুরুত্বপূর্ণ এলাকাতেও এই অভিযান চলবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande