কলকাতা, ২৭ জুলাই (হি.স.): একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তিনি ভাষা আন্দোলন শুরু করতে চান রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি থেকে। সেই কথা রাখতেই রবিবার সন্ধ্যায় বোলপুরে পা রাখলেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, সোমবার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপরে ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে শামিল হবেন পদযাত্রায়।
রবিবার বিকেলেই কলকাতা থেকে বীরভূমের উদ্দেশে রওনা হন তিনি। পথে হুগলিতে দেখা করেন দলের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে। হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান তিনি। এদিকে, ডানকুনি টোল প্লাজার কাছে নেত্রীকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অনেকে। তাঁদেরও নিরাশ করেননি মুখ্যমন্ত্রী। এরপর সন্ধ্যা নাগাদ বোলপুরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ