হিমাচল প্রদেশের মাদক সহ গ্রেফতার তিন যুবক
নাহান, ২৭ জুলাই(হি. স.): মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল হিমাচল প্রদেশের শিমলা জেলার পুলিশ। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পাঁওটা থেকে সতৌন যাওয়ার পথে একটি বাইক থেকে উদ্ধার হল মাদক (১২৮টি নেশাজাতীয় ক্যাপসুল)। এক পুলিশ আধিকারিক
হিমাচল প্রদেশের মাদক সহ গ্রেফতার তিন যুবক


নাহান, ২৭ জুলাই(হি. স.): মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল হিমাচল প্রদেশের শিমলা জেলার পুলিশ। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পাঁওটা থেকে সতৌন যাওয়ার পথে একটি বাইক থেকে উদ্ধার হল মাদক (১২৮টি নেশাজাতীয় ক্যাপসুল)।

এক পুলিশ আধিকারিক জানান, রাজবান কাঁটা এলাকায় গাড়ি থামিয়ে চালক সহ তিন জনকে আটক করে পুলিশ। তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি আরও জানান, আদালতে পেশ করার পর তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande