দুর্ঘটনা এড়াতে সাফাই কর্মসূচিতে উদ্যোগ সাঁকরাইল থানার ও-সির নেতৃত্বে কর্মযজ্ঞ
ঝাড়গ্রাম, ২৭ জুলাই (হি. স.) : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নেকড়াশুলি এলাকায় সাঁকরাইল থানার পক্ষ থেকে এক প্রশংসনীয় উদ্যোগ। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ নীলমাধব দোলাই এর নির্দেশে সাঁকরাইল থানার সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় রাস্তার পাশে থাকা
ঝাড়গ্রামের সাঁকরাইলে সাফাই অভিযান পুলিশের


ঝাড়গ্রাম, ২৭ জুলাই (হি. স.) : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নেকড়াশুলি এলাকায় সাঁকরাইল থানার পক্ষ থেকে এক প্রশংসনীয় উদ্যোগ। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ নীলমাধব দোলাই এর নির্দেশে সাঁকরাইল থানার সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় রাস্তার পাশে থাকা ঘন গাছপালা ও ঝোপঝাড় সাফাই কর্মসূচিতে এদিন পরিষ্কার করা হয়েছে। এই উদ্যোগের ফলে শুধু পথচারীরাই নন, মোটরসাইকেল ও চার চাকা গাড়ি চালকরাও উপকৃত হবে। আগে রাস্তার ধারে ঝোপঝাড়ের কারণে চালকদের সামনে অস্পষ্টতা তৈরি হত, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে চলেছে। এখন পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তার ফলে যান চলাচল হবে আরও নিরাপদ ও স্বচ্ছন্দ। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের তরফ থেকে একযোগে এই উদ্যোগের প্রশংসা করা হয়েছে। সাঁকরাইল থানার এই পদক্ষেপের জন্য এলাকায় নিরাপত্তা ও সৌন্দর্যবৃদ্ধিতে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande