আগরতলা, ২৬ জুলাই (হি.স.) : ক্রিকেটকে স্বচ্ছতার সাথে পরিচালনা করে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা. শনিবার রাজধানী আগরতলায় একটি বেসরকারি হোটেলে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নবাগত আজীবন সদস্যদের সংবর্ধনা এবং সমস্ত আজীবন সদস্যদের বার্ষিক সম্মিলনী অনুষ্ঠানে এই পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যের ক্রিকেটারদের আমরা জাতীয় দলে দেখতে চাই। এই দৃষ্টিভঙ্গি নিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শনিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন আজীবন সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে আজীবন সদস্যদের বার্ষিক সম্মিলনী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কার্যকরী কমিটির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মেধার কোন অভাব নেই। অনেক ছেলেমেয়েরা দারিদ্র্য ও নানাবিধ যন্ত্রণা সহ্য করেও পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পান তেমনি রাজ্যের ক্রিকেটারদেরও প্রচুর প্রতিভা রয়েছে। তাদের সঠিকভাবে সঠিক স্থানে তুলে ধরার দায়িত্ব নিতে হবে অ্যাসোসিয়েশনকে। অর্থনৈতিক বিষয় নিয়ে যেন এই সংস্থার মধ্যে অস্বচ্ছতা না থাকে। তিনি পরিষ্কার ভাষায় বলেন স্বচ্ছতার সাথে ছেলেমেয়েদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এই সংস্থাকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যের ছেলেমেয়েদের মধ্যে প্রতিভার কোন অভাব নেই। বিভিন্ন জাতীয় আসরে রাজ্যের ছেলেমেয়েরা দারুন ফলাফল করছে। ক্রিকেটারদেরও ভালো খেলতে হবে। আমরা রাজ্যের ক্রিকেটারদের জাতীয় দলে দেখতে চাই।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das