ঐতিহাসিক মনকাডা দিবসে কিউবার প্রতি সংহতি জানাল সারা ভারত কৃষক সভা
আগরতলা, ২৬ জুলাই (হি.স.) : শনিবার সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি ঐতিহাসিক মনকাডা দিবসে কিউবার প্রতি সংহতি জানায় আগরতলার মেলার মাঠের কৃষক সভার রাজ্য কমিটির অফিসে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক
মনকাডা দিবস


আগরতলা, ২৬ জুলাই (হি.স.) : শনিবার সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি ঐতিহাসিক মনকাডা দিবসে কিউবার প্রতি সংহতি জানায় আগরতলার মেলার মাঠের কৃষক সভার রাজ্য কমিটির অফিসে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ রাজ্য কমিটির অন্যান্য নেতৃত্বরা। এদিন ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, কিউবা সংহতি দিবস ২৬ জুলাই পালিত হয়। এই দিনে, ১৯৫৩ সালে মনকাডা সেনা ছাউনিতে হামলার বার্ষিকী উপলক্ষে সারা বিশ্বে কিউবার প্রতি সংহতি জানানো হয়।

২৬ জুলাই কিউবার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৫৩ সালের এই দিনে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে একদল বিপ্লবী মনকাডা সেনা ছাউনিতে হামলা চালায়। যদিও সেই হামলা সফল হয়নি, কিন্তু এটি কিউবার বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয় এবং এই দিনটি কিউবার জাতীয় ছুটির দিন।

প্রসঙ্গত, এই দিনটি শুধুমাত্র কিউবার মানুষের জন্য নয়, বরং বিশ্বজুড়ে কিউবার প্রতি সহানুভূতিশীল মানুষের জন্যও একটি গুরুত্বপূর্ণ দিন। কিউবার প্রতি সংহতি জানানোর জন্য এই দিনে বিভিন্ন দেশে নানা ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande