আগরতলা, ২৬ জুলাই (হি.স.) : ভারত সরকারের তরফে যে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে তার পাঁচ বছর পূর্ণ হতে চলছে। গৃহীত নতুন শিক্ষা নীতি এই সময় কি পরিবর্তন নিয়ে এসেছে, কি প্রভাব পড়েছে তা পর্যবেক্ষণ করছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ।
নতুন শিক্ষানীতি সম্পর্কে শনিবার আগরতলা এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় সংঘের তরফে। রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে আয়োজিত এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী কিশোর বর্মণ সহ সংঘের অন্যান্য কর্মকর্তারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা এতে শামিল হয়ে ছিলেন।
এদিনের এই কর্মসূচি সম্পর্কে মন্ত্রী কিশোর বর্মণ বলেন, যে কোন দেশের উন্নতির জন্য শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা অত্যন্ত জরুরী। এই বিষয়টি চিন্তা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী নতুন শিক্ষা নীতি চালু করেন। নতুন শিক্ষানীতির প্রায় পাঁচ বছর সম্পূর্ণ হতে চলেছে। এই অবস্থায় অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এই শিক্ষানীতি পর্যালোচনার গুরুদায়িত্ব গ্রহণ করেছে, এই জন্য মন্ত্রী কিশোর বর্মণ সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ