উত্তর প্রদেশে রাস্তার পাশে উদ্ধার মৃতদেহ
বরেলি, ২৬ জুলাই(হি. স.): রাস্তার পাশে হঠাৎই পড়ে থাকতে দেখা গেল এক মাঝবয়সীর নিথর দেহ। শনিবার সকালে উত্তর প্রদেশের বরেলি জেলাতে এই দৃশ্য দেখে প্রথমে থমকে যান পথচারীরা। তারপরই খবর যায় পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের
মৃত


বরেলি, ২৬ জুলাই(হি. স.): রাস্তার পাশে হঠাৎই পড়ে থাকতে দেখা গেল এক মাঝবয়সীর নিথর দেহ। শনিবার সকালে উত্তর প্রদেশের বরেলি জেলাতে এই দৃশ্য দেখে প্রথমে থমকে যান পথচারীরা। তারপরই খবর যায় পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি বিগত কয়েকদিন ধরেই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় কখনও রাস্তায়, কখনও গলিতে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল তাঁকে।

শনিবার সকালেও তাঁকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়। প্রথমে ঘুমন্ত ভেবে এড়িয়ে যান অনেকে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানান , মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। আশপাশের থানায় তাঁর ছবি পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানান তিনি। হঠাৎ এই মৃত্যুকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande