রবিবার শ্রীভূমি আসছেন রাজ্যের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া
শ্রীভূমি (অসম), ২৫ জুলাই (হি.স.) : রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি এবং নগর ও আবাসন বিভাগের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া আগামী ২৭ জুলাই রবিবার শ্রীভূমি সফর করবেন। রবিবার সকাল ৯-টা ৩০ মিনিটে শ্রীভূমি শহরে পৌঁছে মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া শ্রীভূমি শহরের লঙ্গাই
রবিবার শ্রীভূমি আসছেন রাজ্যের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া


শ্রীভূমি (অসম), ২৫ জুলাই (হি.স.) : রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি এবং নগর ও আবাসন বিভাগের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া আগামী ২৭ জুলাই রবিবার শ্রীভূমি সফর করবেন।

রবিবার সকাল ৯-টা ৩০ মিনিটে শ্রীভূমি শহরে পৌঁছে মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া শ্রীভূমি শহরের লঙ্গাই এলাকায় জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের প্রকল্পের ভূমি পূজা করবেন। তার পর সকাল ১১টায় শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার ভবনে প্রধানমন্ত্রীর মন-কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মন্ত্রী জয়ন্তমল্ল।

এদিন দুপুর ১২টায় মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া শিলচর বিমানবন্দরের উদ্দেশ্যে শ্রীভূমি ত্যাগ করবেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande