কলকাতা, ৩০ জুন (হি.স.): আইওয়ার কাউন্সিল ব্লাফসে ইউএস ওপেনের ফাইনালে রবিবার কানাডার ব্রায়ান ইয়াংকে ২১-১৮, ২১-১৩ গেমে পরাজিত করে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরে তাঁর প্রথম শিরোপা জিতেছেন ভারতের আয়ুশ শেঠি। তবে, ১৬ বছর বয়সী তানভি শর্মা মহিলাদের ফাইনালে শীর্ষ বাছাই এবং ঘরের ফেভারিট বেইওয়েন ঝাংয়ের কাছে ২১-১১, ১৬-২১, ২১-১০ ব্যবধানে হেরে গিয়ে রানারআপ হয়েছেন। ২০ বছর বয়সী আয়ুশ, বর্তমানে বিশ্বে ৩৪তম স্থানে রয়েছেন। আয়ুশ এই মরশুমে শিরোপা জয়ী প্রথম ভারতীয় শাটলার।
উল্লেখ্য, ২০২৩ সালে কানাডা ওপেনে লক্ষ্য সেনের জয়ের পর থেকে আয়ুশ দেশের বাইরে পুরুষদের একক শিরোপার অপেক্ষার অবসান ঘটিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি