ব্যাঙ্গালুরু, ৩০জুন(হি.স.) : সোমবার ইউএস ওপেনে তাঁর প্রথম বড় আন্তর্জাতিক খেতাব জিতেছেন আয়ুশ শেঠি। আর এই জয় তাঁকে ভারতীয় ব্যাডমিন্টনে বড় তারকা হওয়ার দিকে নিয়ে যাচ্ছে। পিপিবিএ-র প্রধান কোচ সাগর চোপদা বলেছেন, কর্ণাটকের এই শাটলার, যিনি এখানকার প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে (পিপিবিএ) প্রশিক্ষণ নেন, তাঁর মধ্যে বিশ্বের শীর্ষ দশে স্থান পাওয়ার শক্তি রয়েছে। সেই সঙ্গে তিনি বলেছেন, আয়ুশের প্রাথমিক লক্ষ্য ছিল বছরের শেষ নাগাদ শীর্ষ-২৫ খেলোয়াড় হওয়া। এই ধরণের পারফরম্যান্সের মাধ্যমে, এটি অবশ্যই তাঁর নাগালের মধ্যে।
আয়ুশ নিশ্চিতভাবেই বিশ্বের শীর্ষ-১০ খেলোয়াড়ের মধ্যে থাকবে। তাঁর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, সোমবার সাগর চোপদা বলেছেন। সাগর মনে করেন তাইপেই ওপেন এবং অরলিন্স মাস্টার্সে সেমিফাইনালে খেলার পর সাম্প্রতিক মাসগুলিতে আয়ুশের আত্মবিশ্বাস ক্রমাগতভাবে গড়ে উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি