সপ্তাহে তিন দিন রাজগীর-খাগারিয়া স্পেশাল অব্যাহত থাকছে জুলাইয়েও
কলকাতা, ১ জুলাই (হি.স.): যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে রেল কর্তৃপক্ষ পূর্ব রেলের আভাইপুর, জামালপুর এবং মুঙ্গির স্টেশন হয়ে ০৩২৬৬/০৩২৬৫ রাজগীর - খাগারিয়া-রাজগীর স্পেশাল ট্রেন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ০৩২৬৬ রাজগীর-খাগারিয়া স্পেশাল ট্র
সপ্তাহে তিন দিন রাজগীর-খাগারিয়া স্পেশাল অব্যাহত থাকছে জুলাইয়েও


কলকাতা, ১ জুলাই (হি.স.): যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে রেল কর্তৃপক্ষ পূর্ব রেলের আভাইপুর, জামালপুর এবং মুঙ্গির স্টেশন হয়ে ০৩২৬৬/০৩২৬৫ রাজগীর - খাগারিয়া-রাজগীর স্পেশাল ট্রেন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

০৩২৬৬ রাজগীর-খাগারিয়া স্পেশাল ট্রেনটি চলবে প্রতি মঙ্গলবার, বুধবার এবং শনিবার। ০১.০৭.২০২৫ থেকে ৩০.০৭.২০২৫ পর্যন্ত ১৪টি ট্রিপ। রাজগীর থেকে ০৬:১০ টায় ছেড়ে খাগারিয়ায় একই দিনে দুপুর ১:০০ টায় খাগারিয়ায় পৌঁছাবে।

০১.০৭.২০২৫ থেকে ৩০.০৭.২০২৫ (১৪টি ট্রিপ) এর মধ্যে প্রতি মঙ্গলবার, বুধবার এবং শনিবার ০৩২৬৫ খাগারিয়া - রাজগীর স্পেশাল ট্রেনটি দুপুর ২:০০ টায় খাগারিয়া থেকে ছেড়ে যাবে। একই দিনে রাত ৯:২৫ মিনিটে খাগারিয়া পৌঁছাবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande