শ্রীভূমির সলগই‌য়ে গা‌ড়ি চাপায় পিষ্ট যুব‌কের মৃত্যু
বাজা‌রিছড়া (অসম), ১ জুলাই (হি.স.) : ব‌লে‌রো‌ ডিআই পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হ‌য়ে মর্মা‌ন্তিক মৃত্যু হয়েছে এক চা শ্রমিক যুব‌কের। শ্রীভূমি জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন সলগই জি‌পির সাত নং ওয়ার্ডের ১১ নং লাইনে দুর্ঘটনা‌টি সংঘটিত হয়েছিল। নিহত যুবকক
রা‌ধেশ্যাম‌ লোহার (ফাইল ফটো)


বাজা‌রিছড়া (অসম), ১ জুলাই (হি.স.) : ব‌লে‌রো‌ ডিআই পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হ‌য়ে মর্মা‌ন্তিক মৃত্যু হয়েছে এক চা শ্রমিক যুব‌কের। শ্রীভূমি জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন সলগই জি‌পির সাত নং ওয়ার্ডের ১১ নং লাইনে দুর্ঘটনা‌টি সংঘটিত হয়েছিল। নিহত যুবককে প্রয়াত নন্দলাল লোহা‌রের ছে‌লে বছর ৩০-এর রা‌ধেশ্যারম‌ লোহার বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, সোমবার প্ৰচণ্ড গরমের রাতে বা‌ড়ি-লা‌গোয়া গ্রামীণ রাস্তার পা‌শে ব‌সেছিল রা‌ধেশ্যাম‌। এক সময় এএস ১০ বি‌সি ২৫৮০ নম্ব‌রের এক‌টি ব‌লে‌রো ডিআই পিকআপ ভ্যানের চালক গা‌ড়ি‌টি ব্যাক কর‌তে গি‌য়ে দুর্ঘটনা‌টি ঘ‌টে। চাল‌কের অসাবধানতায় গা‌ড়ির পেছ‌নের চাকায় পিষ্ট হয় রা‌ধেশ্যাম।

চি‌কিৎসার জন্য প্রথ‌মে পাথারকা‌ন্দি হাসপাতাল এবং শে‌ষে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নি‌য়ে যাওয়া হচ্ছিল তাকে। কিন্তু শিলচর মেডিক্যাল কলেজে যাওয়ার পথে মৃত্যুাবরণ করে রা‌ধেশ্যাম‌ লোহার।

এদিকে দুর্ঘটনার খবর‌ পে‌য়ে রা‌তেই তদ‌ন্তে না‌মে বাজা‌রিছড়া থানার পু‌লিশ। আজ মঙ্গলবার সকা‌লে থানার এসআই প্রভাকর চৌধুরী দলবল নি‌য়ে মৃত‌দেহ নিজেদের হেফাজতে নেন। পরে সার্কল অফিসা‌রের উপস্থিতিতে মৃতদেহের প্রাথমিক ইনকু‌য়েস্ট করে ময়না তদ‌ন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ময়না তদন্তের প‌র রা‌ধেশ্যাম‌ লোহারের মৃতদেহ তার প‌রিবা‌রের হা‌তে তুলে দেওয়া হলে আজ বিকা‌লে মৃত‌দেহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

জানা গে‌ছে, ঘাতক গা‌ড়ি ও চালক পু‌লি‌শের হেফাজ‌তে র‌য়ে‌ছে। রা‌ধেশ্যামের মা ও এক ভাই র‌য়ে‌ছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande