নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশের চেষ্টা, সামাজিক মাধ্যমে সতর্ক করে দিল পুলিশ
কলকাতা, ১ জুলাই (হি.স.): সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশিকা রয়েছে যাতে নির্যাতিতার পরিচয় কোনও ভাবে প্রকাশ না করা হয়। সেটা মেনে চলতে হবে। বিষয়টি নিয়ে মঙ্গলবার কলকাতা পুলিশের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে। ওই বার্তায় স্পষ
নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশের চেষ্টা, সামাজিক মাধ্যমে সতর্ক করে দিল পুলিশ


কলকাতা, ১ জুলাই (হি.স.): সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশিকা রয়েছে যাতে নির্যাতিতার পরিচয় কোনও ভাবে প্রকাশ না করা হয়। সেটা মেনে চলতে হবে। বিষয়টি নিয়ে মঙ্গলবার কলকাতা পুলিশের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে।

ওই বার্তায় স্পষ্ট বলা হয়েছে, এই ধরনের কাজে জড়িত যে কারও বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণকে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, যে তারা যেন এমন কোনও তথ্য শেয়ার না করে যা নির্যাতিতার পরিচয় শনাক্ত করতে পারে।

এ ব্যাপারে পুশিশ কমিশনার সংবাদমাধ্যমে জানান, সামাজিক মাধ্যমে কেউ কেউ কসবা ল কলেজের নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশের চেষ্টা করছেন। এটা ঠিক নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande